দৈনিক তালাশ ডটকমঃ ব্যাটারিচালিত যানবাহনর নীতিমালা লাইসেন্স ও আধুনিক করার দাবিতে বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইকর লাইসন্স, চলাচলের নীতিমালা প্রণয়ন ও আধুনিকায়নের দাবিতে আজ দুপুর ১২ টায় রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যাগে, প্রস ক্লাবের সামন মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যান বরাবর ও জেলা সহকারী পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের জেলার উপদষ্টা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মটস শ্রমিক ফ্রট জেলা সভাপতি সেলিম মাহমুদ, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ,রি-রোলিংস্টিল মিলস শ্রমিক ফ্রটের জেলা সভাপতি জামাল হাসন, সংগ্রাম পরিষদের নেতা হাসনাত কবীর, কামাল হাসান, তাজুল ইসলাম, শফিক, মাসুদ।রিকশা চালানো অমানবিক পরিশ্রমের কাজ, প্রচণ্ড দাবদাহ, প্রবল বৃষ্টি কিংবা তীব্র শীত ও নিজের জীবিকা ও যাত্রীর সুবিধার কথা ভেবে দিন এবং রাতে রিকশাচালকরা রাস্তায় রিকশা চালিয়ে থাকে।
চালকদের পরিশ্রম লাঘব করা, যাত্রীদের স্বাছদ্য আর খরচ কমানোর কথা বিবেচনা করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিত নির্মাণে কিছুটা দুর্বলতা থাকলেও ইতিমধ্যে তার আধুনিকায়ন করা সম্ভব হয়েছে।ফলে দ্রুত এই বাহন যেমন জনপ্রিয়তা অর্জন করছে তেমনি ছড়িয়প পড়েছে সারাদেশে। এই সব বাহন ব্যবহার সহজ, এবং সস্তা শহরের ছোট রাস্তায় চালাতে পারে স্বল্প আয়ের মানুষের দৈনন্দিন কাজের এক অপরিহার্য বাহন হয়ে দাড়িয়েছে।নতবদ আরও বলন, সারা দেশে প্রায় ৫০ লক্ষ্য চালক ও তার পরিবারের এই সব ব্যাটারিচালিত থ্রি হুইলার ও শ্রমজাতীয় যানবাহনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল।
এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা য্ত্রাংশ নির্মাণ, বিক্রি, চার্জিংসহ নানা ধরনের কাজ অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। দেশের সকল জেলায় বিভাগে ও নগরে পরিবহণ নেই, ফলে কোটি কোটি মানুষ ব্যাটারিচালিত যানবাহন ব্যবহার করে থাকে।
এই খাতে যেমন বিপুল মানুষের কর্মস্থল ও ব্যবসা তেমনি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সব বাহনে বিদ্যুৎ ব্যবহারের কারণে এদের বিরুদ্ধ বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযাগ করা হয়।
অথচ আপনি জানেন, এইসব বাহন বিদ্যুৎ সাশ্রয়ী, চালকরা বিদ্যুৎ চুরি করে না বরং বর্ধিত দামে (প্রায় ২৫ টাকা ইউনিট) বিদ্যুৎ কিনপ থাকপ। তাই কর্মস্থলে, জীবিকা, যাতায়াত এবং দেশপর অর্থনীতির বিকাশের কথা বিবেচনা করলে এই খাতে গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজস্ব ঘাটতি চলছে,সেক্ষেত্রে দ্রুত নীতিমালা চূড়ান্ত করে ৫০ লক্ষ ব্যাটারিচালিত বাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স আওতায় আনলপ রাজস্ব কয়েক হাজার কোটি টাকার জোগানে নিশ্চিত হবে। একইসাথে দেশীয় গাড়ি শিল্পের বিপ্লব ও কর্মসংস্থায় শত শত কোটি টাকার বৈদেশিক মূদ্রা সাশ্রয় হবে। যেখান শুধু প্রয়োজনে হবে দুর্নীতিমুক্ত সঠিক ব্যবস্থাপনা ছাত্র- শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদশ এখন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মাচন হয়ছে।