ফুলবাড়ীতে প্রাইভেট কারসহ ফেন্সিডিল জব্দ

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি-১ এর একটি আভিযানিক দল ফুলবাড়ী পৌর শহরের ব্যস্ততম বড় ব্রিজের পূর্বপ্রান্তে একটি সাদা প্রাইভেট কার (চট্ট-মেট্রো-প-১১-০১৪৭) তল্লাশী চালিয়ে ৩৭৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ চারজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

গত বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার ছোট যমুনা নদীর বড় ব্রিজের পূর্বপ্রান্তে ওয়ান ডায়াগস্টিক সেন্টারের সমানে থেকে প্রাইভেট কারসহ ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ জব্দসহ চারজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদেরকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত চার মাদককারী হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইটাই মনসাপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে প্রাইভেট কার চালক দেলোয়ার হোসেন (৩২), একই এলাকার মৃত মনছের আলীর ছেলে মাহবুল আলম (৪২), মৃত মহির প্রধানের ছেলে জাহাঙ্গীর (৩৫) এবং নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া হেলেঞ্চা গ্রামের গোলাম রব্বানীর ছেলে সোহেল রানা পলিন (৩৬)।

দিনাজপুর র‌্যাব-১৩, সিপিসি-১ এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইভেট কারসহ ৩৭৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ জব্দসহ চারজন মাদক কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ধৃত মাদক কারবারীরা দীর্ঘদিন থেকে দেশের সীমান্ত এলাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিপসহ বিভিন্ন ধরনের মদক সংগ্রহ করে তা প্রাইভেট কারযোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ধৃত দেলোয়ার হোসেন, মাহবুল আলম ও জাহাঙ্গীরের বিরুদ্ধে হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের কথা স্বীকার করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামীদেরকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *