দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাগুটিয়া খিলদা বাজারে সনাতন ধর্মের অনন্য এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ ডিসেম্বর, দুপুর ২টায় পাঠক সেতু সাহা স্মৃতি শাস্ত্রীর উপস্থিতিতে গীতা পাঠ, গীতা দান, হরিসভা এবং প্রসাদ বিতরণের এ অনবদ্য কর্মসূচি পালিত হয়।
২০১৩ সালে স্থাপিত সনাতন ধর্মাবলম্বী সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ছিল গীতা দান কর্মসূচির দ্বিতীয় বার্ষিকী। উৎসবের প্রাণকেন্দ্র ছিল খিলদা বাজার কালী মন্দির প্রাঙ্গণ।
অনুষ্ঠানে খিলদা, হুগলি, সিলিমপুর ও বাগুটিয়া এলাকার অসংখ্য নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে। গীতা পাঠের পাশাপাশি গীতার পবিত্র বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গীতা দানের মহতী উদ্যোগও গ্রহণ করা হয়। এছাড়া, ভক্তদের জন্য হরিসভা ও প্রসাদ বিতরণের আয়োজন এই ধর্মীয় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে।
পাঠক সেতু সাহা স্মৃতি শাস্ত্রী বলেন, “গীতার জ্ঞান কেবল ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়। এটি মানব সমাজে নৈতিক শিক্ষা ছড়ানোর একটি অনন্য মাধ্যম। এই কর্মসূচির মাধ্যমে আমরা ভক্তদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই।”
উৎসবটি ছিল স্থানীয়দের জন্য এক অপূর্ব মিলনমেলা। গীতা পাঠ, হরিসভা, এবং প্রসাদ বিতরণ সনাতন ধর্মের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে এবং মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভক্তি বৃদ্ধি করেছে।
এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।