রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ১৬নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের জিমখানা লেক পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ডিআইটির বিভিন্ন দোকান, পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম ও মাকিত মোস্তাকিম শিপলু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *