দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের দাবী জানিয়ে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপির মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান।
স্মারকলিপিতে জানা যায়, মোহাম্মদ হাতেম বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন সমস্যা সমাধানে দৌড়ে গিয়ে কাজ করেছেন। তিনি নিজের কাজ না করে অন্যদের কাজের সমাধানে এগিয়েছেন। সেই হাতেমের বিরুদ্ধে একটি কুচক্রি মহল ৫ আগস্টের পর থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। যাদের সমাজের প্রতি কোন দায়বদ্ধতা নাই। কিন্তু তারা হামেতের বিরুদ্ধে লিখে যাচ্ছে। মোহাম্মদ হাতেম শুধু বিকেএমইএ’র নেতা না। উনি পুরো ব্যবসায়ীদের নেতা। যারা ভুয়া নিউজ করছে, তারা অবশ্যই সরি বলবে। আমরা জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাবো, এই পত্রিকা দ্রুত বন্ধ করা হোক।
স্মারকলিপি গ্রহণকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদল হক বলেন, একটি দৈনিক পত্রিকায় মোহাম্মদ হাতেমকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে আমরা আইনানুযায়ী কাজ করবো। পত্রিকার মালিক, ব্যবসায়ীদের সকলকেই আইনের আওতায় থেকে কাজ করতে হয়। আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো।
এসময় বিকেএমইএ, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এবং বিসিক শিল্প মালিক সমিতির সদস্য প্রতিষ্ঠান সমূহের পক্ষে বিকেএমইএ‘র প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. সেলিম সারোয়ার ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সহ-সভাপতি আবু তাহের শামীমসহ প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।