আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি থেকে আমাদের রক্ষা করবেন: গিয়াসউদ্দিন

দৈনিক তালাশ.কমঃআমাদের নারায়ণগঞ্জ, আমাদের গর্ব। এই নারায়ণগঞ্জে আন্দোলন-সংগ্রাম, কৃষ্টি-কালচারে গৌরবউজ্জ্বল ইতিহাস সৃষ্টি করে গেছেন আমাদের অগ্রজরা। পাশাপাশি কোনো কোনো ব্যক্তি, পরিবার এবং সংগঠনের অনৈতিক এবং অপরাধমূলক কাজের জন্য আমাদের প্রিয় এই নারায়ণগঞ্জের দুর্নামও রয়েছে, যা নারায়ণগঞ্জের একজন বাসিন্দা হিসেবে আমাদের ব্যথিত করে, আহত করে।

ব্যবসা-বাণিজ্য, শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি নারায়ণগঞ্জে রয়েছে সাংবাদিকতা এবং স্থানীয় সংবাদপত্রের উল্লেখযোগ্য ভূমিকা। জানা মতে, এখান থেকে প্রায় ১৬ থেকে ১৭টি স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। নিঃসন্দেহে বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরের মধ্যে এই জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের সংখ্যা অনেক অনেক বেশি। সাংবাদিক এবং সংবাদপত্রের এমন প্রসার ও তাদের নিরলস সেবায় আমরা নারায়ণগঞ্জবাসী ধন্য। ফলে এখানকার সাংবাদিক এবং সংবাদপত্র ব্যবসায়ীগণ, যারা অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আমরা দেখেছি, বিগত ১৫ থেকে ১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশের বহু সংখ্যক সাংবাদিক এবং পত্রিকা ব্যবসায়ীকে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা দিয়ে তাদের তাবেদার এবং তোষামদকারী বানিয়ে নীতি-নৈতিকতাবিবর্জিত একটি শ্রেণি তৈরি করেছিল। ফলশ্রুতিতে আজ তারা ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের স্থান করে নিয়েছে। ফ্যাসিস্টের আজ্ঞাবহ সেসব সাংবাদিকেরা বিভিন্ন অপকর্ম এবং অপরাধের অভিযোগে অভিযুক্ত। অনেকে মামলার আসামি হয়ে কারাগারে, অনেকে আবার পলাতক জীবনযাপন করছেন। সাংবাদিকতার মতো একটি মহান পেশায় যারা নিয়োজিত, তাদের এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়।
আমরা নারায়ণগঞ্জবাসী সাংবাদিক ও সংবাদপত্র ব্যবসায়ীদের অমন অধঃপতন প্রত্যাশা করি না। তারপরও আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কোনো কোনো সাংবাদিক এবং স্থানীয় পত্রিকা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে প্রতিনিয়ত পজিটিভ এবং নেগেটিভ সংবাদ প্রকাশ করে থাকে। এমনকি একজন সাংবাদিক অন্য একজন সাংবাদিককে কটাক্ষ করে, তিরস্কার করে সংবাদ প্রকাশ করে চরিত্র হননের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাঠক হিসেবে আমরা এই ধরনের সংবাদ পড়ে বিভ্রান্তিতে পড়ে যাই।
প্রায় সময় আমরা লক্ষ্য করি, একই বিষয়ে দুই রকম সংবাদ—কোনটা সত্য, কোনটা অসত্য তা বুঝে উঠতে কষ্ট হয় এবং যারপরনাই বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হই। এতে করে আমাদের মতো পাঠকের মনে সাধারণত ধারণা জন্মে—কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে যে সাংবাদিক বা সংবাদপত্র ব্যবসায়ী কোনো সুযোগ-সুবিধা পান, সে তার পক্ষে লেখেন। যদি একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্য পত্রিকায় প্রকাশিত সংবাদ সত্য হয়ে থাকে, তবে তা দুঃখজনক।
আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের সাংবাদিক ভাই ও বন্ধুদের কাছে অনুরোধ জানাই—আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি থেকে আমাদের রক্ষা করবেন এবং নারায়ণগঞ্জের গৌরব ও সম্মান বৃদ্ধির লক্ষ্যে আপনাদের শ্রম ও মেধার সর্বোচ্চ প্রয়োগ করবেন। নিজেদের আদর্শিক পেশার মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন। আমরা সাধারণ পাঠকেরা আপনাদের কাছে এমন প্রত্যাশাই করি।
লেখক: বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনসভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপিসাবেক এমপি, নারায়ণগঞ্জ-৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *