জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই ডিসেম্বর) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম খান নাসিম বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমজীবীদের অধিকার মুল্যায়িত হলেও বাংলাদেশে শ্রম অধিকার মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে যেখানে যেখানে কাজ করা দরকার আমরা সেটা করবো। তবে আপনাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। 

নুরুল ইসলাম খান নাসিম আরও বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে আমরা গার্মেন্টস শ্রমিকদের দাঁড় করাতে পারিনি। গার্মেন্টস শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ট্রেড ইউনিয়ন আগে করতে হবে। তার পর শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছে যতোটুকু সম্ভব এ নিয়ে আমরা কাজ করবো। আগামীতে তারেক রহমানের জন্য জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদলের ভ্যানগাট হয়ে কাজ করতে হবে, যাতে করে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে উনাকে জয় যুক্ত করবো। এছাড়াও তিনি সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির  উপদেষ্টা জাকির খানের অবিলম্বে মুক্তি দাবি করেন । দ্রুত যেন জাকির খানকে মুক্তি দিয়ে সকলের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ ইসমাইল হোসেন কাউছার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা রনি’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা লুৎফুন নাহার লতা, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সলিমুল্লাহ করিম সেলিম, এস.এম আসলাম, সদর থানা গার্মেন্টস শ্রমিকদলের নেতা মোঃ এজাজ ও যুবদলের নেতা পারভেজ মল্লিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *