সাব্বির হত্যা মামলায় খালাসের বিষয়ে জাকির খানের যুক্তিতর্ক উপস্থাপন

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

মামলার আইনজীবী গণমাধ্যম কর্মীদের জানান, সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় জাকির খানকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সময় ঐ স্থানে সে ছিলোনা এমনকি দেশেও ছিলোনা। সেই মামলার যুক্তিতর্ক শুনানী চলছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা এবং ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ শুনানী চলেছে। কেনো আমাদের আসামী মামলা থেকে খালাস পাবেনা, সে নির্দোষ এবং কি কারনে খালাস পাবে তার ব্যাপারে আমরা যুক্তিতর্ক করেছি। তবে আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারনে আগামীকাল পূণরায় যুক্তিতর্ক করা হবে। এরপর রাষ্ট্র পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবেন। তারপরেই আদালত রায়ের জন্য একটি দিন ধার্য্য করবেন এবং মামলার রায় দেবেন।

এদিকে প্রতিবারের ন্যায় এবারও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে হাজার হাজার নেতাকর্মী আদালত পাড়ায় ভীড় জমায়। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আদালত পাড়া।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি ও জাকির খান মুক্তি পরিষদের নেতা জুয়েল হোসেন সহ বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *