দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হুসেইন রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ শেষে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
পরে নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাযে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও ১৩৬ টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন সহ বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো জনতা।
জানাগেছে, স্ট্রোক করে দীর্ঘ দেড়মাস চিকিৎসাধীন থাকাবস্থায় বোরবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষ লক্ষ মানুষকে কান্নায় ভাসিয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বাংড়া ইউনিয়নের জনগণের নিকট তিনি রাখাল রাজা খেতাবে ভূষিত ছিলেন। মানুষের বিপদে আপদে তার অংশগ্রহণ ও সমাধান বিশেষ গুণ।