দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাগুটিয়াস্ত রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমে বর্ধিত সভায় কমিটি বিলুপ্ত ঘোষণা ও এডহক কমিটি গঠন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হলো বর্ধিত সভা অনুষ্ঠিত। এ সভায় সভাপতিত্ব করেন বৃদ্ধাশ্রমের সহ-সভাপতি শফিকুর রহমান মোল্লা বিন মোতি এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম।
সভাটি শুরু হয় সকাল ১১টায়। প্রথম পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় পর্বে নতুন এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শফিকুর রহমান মোল্লা বিন মোতিকে আহবায়ক ও সাংবাদিক শাহ আলমকে সদস্য সচিবসহ ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত অতিথিরা অংশ নেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃদ্ধাশ্রমের উন্নয়ন ও বাসিন্দাদের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই নতুন কমিটির কার্যক্রম সবাইকে আশাবাদী করে তুলেছে। নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।