দৈনিক তালাশ.কমঃ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র র্যালিতে যুবদল নেতা শহিদুর রহমান স্বপন শোডাউন
নারায়ণগঞ্জ থেকে সদূর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেয় সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক ও জেলা যুবদল নেতা নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপন এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করে নেতাকর্মীরা।
শুক্রবার ( ৮ নভেম্বর ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলো।