দৈনিক তালাশ.কমঃ দৌলতপুর প্রতিনিধিঃ ধরাছোঁয়ার বাইরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের বুলু মন্ডলের ছেলে কথিত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রুবেল। যুবদল থেকে ভোল পাল্টে সরাসরি জাতীয় শ্রমিক লীগ, দৌলতপুর উপজেলা শাখার সদস্য পদ পাওয়ার মধ্যেই লক্ষ লক্ষ টাকার মালিক বনে যায় এই অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, মাদাপুর গ্রামে রুবেল আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক লীগের রাজনীতি করতে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে ভলপল্টে বিএনপির রাজনীতিতে পুনরায় ফিরে আছেন রুলেব। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুবেল এর রমরমা ফেন্সিডিল, গাঁজা, অস্ত্রের রমরমা ব্যবসা চলছে কেউ কিছু বলার সহস পায় তার অবৈধ অস্ত্রের ভয়ে। আমরা এলাকাবাসী প্রশাসনের দাবি জানাই মাদাপুর,গোপালপুর এলাকায় মাদক নির্মুল করতে হলে রুবেল কে গ্রেফতার করে তার অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা হোক।
কর্মীরা হতাশা ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাসী রুবেল দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে, অত্র এলাকার মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ এবং অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের থেকে মাসোয়ার নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছে এই রুবেল। তার এ কর্মকান্ডের কোন বিচার না হওয়ায় আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীরা দল থেকে মুখ ফিরে নিচ্ছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর রুবেল আবার বিএনপির সক্রিয়। বিএনপি জামাত জোট সরকারের আমলে যুবদলের অস্ত্রধারী ক্যাডার ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন, রুবেল এর বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে।