৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর দর্জি শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) সকালে শেখ রাসেল পার্ক সংলগ্নে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা আওলাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আওলাদ হোসেন বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলকে কোন দলীয় অনুষ্ঠান করতে দেয়নি। এমন কোন নেতাকর্মী নেই যাদের মিথ্যা মামলা গায়েবী মামলা না দিসে। ঐ সৈরাচারী শেখ হাসিনা পুরো পরিবারতে শেখ পরিবারের আয়েত্বে নিতে চেয়েছে।

তিনি আরো বলেব, এমন কোন ব্যবসা নেই যেটা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ছিলো। আমাদের সর্তক থাকতে হবে, ছাত্র জনতার এ আন্দোলন যে বিফলে না যায়। নিরপেক্ষ নির্বাচন চাই যেনো মানুষ সুষ্ঠভাবে ভোট দিতে পারে।

মহানগর দর্জি শ্রমিক দলের সভাপতি মনির মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে দেওভোগ পোষাক প্রস্তুতকারক মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক সুজন মাহমুদ আরো উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর দর্জি শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো: হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহসিন, সানু, জিয়াউদ্দিন, ওমর ফারুক খান, নাসির মাদবর, হযরত আলী, জামাল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *