কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসমাবেশ

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহাসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সারা দেশের ন‍্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে ৪ নং নারান্দিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) বিকেল ৩টায় কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল আলম শাজাহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামিন শাহীন এবং বিশেষ বক্তা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল হক আকন্দ, সহ- সভাপতি মোজাম্মেল হাসান বাদল, সহ- সভাপতি শামীম – আল – মামুন- প্রামানিক, সহ- সভাপতি আব্দুল মজিদ, উপজেলা পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এই জনসমাবেশে বিএনপি নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *