কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হল রুমের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ৬,৪৭০ জন
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এ ব‍্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এই উদ্যোগে গমের জন্য ৪০০ জন, ভুট্টার জন্য ১০০ জন, সরিষার জন্য ৫,৬০০ জন, সূর্যমুখীর জন্য ৫০ জন, চিনাবাদামের জন্য ১০০ জন, শীতকালীন পেঁয়াজের জন্য ২০ জন, মসুর ডালের জন্য ১০০ জন এবং খেসারীর জন্য ১০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।

কর্মকর্তাগণ আশা করেন, “এই ধরনের প্রণোদনা কার্যক্রমকে স্থানীয় কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তাছাড়া, এই উদ্যোগ সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সঠিক পদক্ষেপ, যা কৃষি খাতের সমৃদ্ধি ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *