দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছে পেশাদার সাংবাদিক মাসুদ রানা রনি।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক মাসুদ রানা রনি (সম্পাদক, নারায়ণগঞ্জ মেইল ডট কম) সহ আরো ৬ জন স্থানীয় স্বনামধন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি প্রদান করতে গেলে ক্লাবের গেইট বন্ধ করে দেয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়ে ছিলো।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন (৫১) দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ (৫০), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, বিটিভি’র চাকুরীচ্যুত মাহফুজ (৫৫) আহসান সাদিক শাওন (৪২) সহ অজ্ঞাত ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এতে বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বিদেশী শক দেওয়ার অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলে রনি বেহুশ হয়ে পড়ে যান।
এই অবস্থায় আসামী আবু সাউদ মাসুদ পুণরায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা রনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী রক্তাক্ত এবং আহত হয়।অজ্ঞাতনামা অন্যান্য সাংবাদিকদেরও পিটিয়ে নিলাফোলা জখম ও লাঞ্ছিত করে। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় আহত মাসুদ রানা রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রেস ক্লাব হতে বের হওয়ার সময় আসামীরা বলে তোদের দেখে নিব মর্মে হুমকি প্রদান করে।
এদিকে সাংবাদিক রনিকে হত্যা চেষ্টার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ জন সাংবাদিকের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সাংবাদিক মাসুদ রানা রনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।