দৈনিক তালাশ.কমঃ বন্দরে পৈত্রিক সম্পত্তির অংশিদার বুঝে নিতে গিয়ে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকীর শিকার হয়েছেন মোহাম্মদ রূপ চাঁদ। সে বন্দর নয়াপাড়া এনায়েত নগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রূপ চাঁদ।
অভিযোগে জানা গেছে, বন্দর উপজেলা, মৌজা- দাসেরগাঁও, আর এস খতিয়ান – ১৮৩, আর এস দাগ নং – ২৫,২৬। জমির পরিমান- ৮ শতাংশ ৫০ পয়েন্ট। ওই পরিমান জমিতে উত্তারাধিকার সূত্রে মালিক রূপ চাঁদ। কিন্তু বিবাদী ১। ফজল হক (৭৮) ২। দেলোয়ার হোসেন (৬২) ৩। স্বপন সাউদ (৪৫) রশিদ (৪০) সর্ব পিতা – মৃত অলীল সাউদ, সকলেই লক্ষণ খোলা, দাশেরগাও এলাকার বাসিন্দা। এরা উভয়ই আত্মীয় স্বজন। তবে তারা রূপচাঁদেরও প্রত্রিক সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে। পরবর্তীতে গত ১৯ অক্টোবর সকাল ১১টায় স্থানীয় এলাকার লোকজন নিয়ে বাড়ির দলিল অনুযায়ী পরিমাপ করি। দেখতে পাই সবাই সবার জায়গা দখল বুঝে পাইছে। পরবর্তীতে আমি আমার সম্পত্তিতে সাইন বোর্ড লাগাতে গেলে সকল বিবাদীরা আমার সাথে মারমুখি আচারণ করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে।