দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ সাংবাদিকতায় সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠার লক্ষ্যে কালিহাতী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ মহসীন হাবীব সবুজকে সভাপতি ও বিপ্লব সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কালিহাতী উপজেলা গেট সংলগ্ন সরকার টাওয়ারের দোতলায় জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম উক্ত সভার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক এম. মাছুদুর রহমান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান, আ. ন. ম সাফিউল্লাহ্, সাংবাদিক শুভ্র মজুমদার, মো. মাজেদুল ইসলাম, আসিফ আদনান সবুজ, সাংবাদিক বাবলু মিয়া প্রমুখ।
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এই কমিটির সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।