নওগাঁয় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।অভিযুক্ত শিক্ষকের নাম এনামুল হক। তিনি উপজেলার কশব ইউনিয়নের চককোঁচাড় গ্রামের বাসিন্দা। এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।ভুক্তভোগীর বাবা বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুলে অবস্থানকালে ওই শিক্ষক কৌশলে আমার মেয়েকে ছাদে ডেকে নেয়। এরপর তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। আমার মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে।’নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টিজানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে স্কুল ঘেরাওসহ এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তাঁর মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *