দৈনিক তালাশ.কমঃরূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাইদুল ইসলামের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত মো. জাইদুল ইসলামের মামা নুর মোহাম্মদ বলেন, মো. জাইদুল ইসলাম ছাত্রদলের রাজপথের সৈনিক ছিলেন। সে আওয়ামী লীগের মিথ্যা মামলায় কয়েক দফায় কারাবরণ করেছে। তাকে আওয়া লীগের খুনিরা পরিকল্পিকভাবে নির্মমভাবে হত্যা করেছে।
এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। খুনিরা বিদেশে চলে যাচ্ছে। প্রশাসন তাদেরকে ধরছে না। মো. জাইদুল ইসলাম কোটা সংস্কার ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
মা পুস্প বেগম বলেন, আমার ছেলের কোনো দোষ ছিল না। তাকে বিনাদোষে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। সরকারের কাছে দাবি, আমার ছেলে হত্যার যেন বিচায় হয়। সরকারই যদি বিচার না করে, তাহলে আমি কোথায় যাবো। আমার ছেলে সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতো।
ফরহাদ হোসেন নামে এক ছাত্রদল নেতা বলেন, মো. জাইদুল ইসলাম একজন তুখোড় ছাত্রনেতা ছিল। তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন। আর এই অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
এসময় উপস্থিত ছিলেন মো. জাইদুল ইসলামের মামা দীল মোহাম্মদ, কামাল, জালাল, হৃদয়, সাইফুল, কাউসার, অন্তর, রাব্বী, ইমরান ও আবির।
এর আগে, গত ৫ আগস্ট রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাইদুল ইসলামকে রূপগঞ্জের সীমান্তবর্তী সোনারগাঁ উপজেলার পাকুন্ডা এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পাশের একটি পুকুরে ফেলে দিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। ওই রাতেই লাশ উদ্ধার করে নিহতের আত্মীয়রা রূপগঞ্জের সোনাব গ্রামের সামাজিক কবরস্থানে লাশ দাফন করে। এ ঘটনায় নিহত জাইদুলের মা পুস্প বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।