আসন্ন বাংলাদেশ হোসিয়ারি সমিতি নির্বাচন উপলক্ষে পারভেজ মল্লিকের দোয়া কামনা

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: আসন্ন বাংলাদেশ হোসিয়ারী সমিতির নির্বাচন উপলক্ষে পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্বচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ পারভেজ মল্লিক। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হোসিয়ারী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজনীতি একটি মহৎ পেশা। এ পেশার পাশাপাশি ব্যবসায়ীদের সেবা করার মানুষিকতা নিয়েই আমি এ নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছি। ব্যবসায়ীদের সেবার মাধ্যমেই হোসিয়ারী শিল্পকে আরো উন্নতির শিখড়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা চালিয়ে যাবো। তাই সকলের নিকট আমি দোয়া কামনা করছি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সংগ্রামী নেতা পারভেজ মল্লিক বিএনপির রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারী সমিতির আসন্ন নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হলে তিনি সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *