দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে আকিজ ফুড এন্ড বেভারেজের পৃষ্ঠপোষকতায় প্যালেস্টাইন সাপোর্ট র্যালি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় টাঙ্গাইল পৌর উদ্যান থেকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আকিজ ফুড এন্ড বেভারেজের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানাতে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আকিজ ফুড এন্ড বেভারেজের বিভিন্ন কর্মকর্তাসহ, স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন আকিজ ফুড এন্ড বেভারেজের ফ্রেন্ড এন্ড ইভেন্টের এজিএম
তারেক। এছাড়া সহকারি ম্যানেজার আসিফ জামান, সিনিয়র এক্সিকিউটিভ রাজীব মজুমদারও র্যালিতে অংশ নেন।
এজিএম তারেক জামান তার বক্তব্যে বলেন, এ যাবৎ পর্যন্ত প্লে স্টানের মুসলমানদের জন্য প্রায় সাত কোটি টাকা সহযোগিতা করেছেন।