টাঙ্গাইল কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থানের জন‍্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী। উপস্থিত ছিলেন উপজেলার বেকার যুবক-যুবতীবৃন্দ।

এই প্রশিক্ষণ কোর্সের মূল বিষয় ছিল “পারিবারিক সবজি চাষ”, যা স্থানীয় যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং কৃষি খাতে দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, সরকারিভাবে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হচ্ছে, যা স্থানীয় পর্যায়ে স্বাবলম্বী যুবক-যুবতীদের সংখ্যা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *