দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এখন মূর্তিমান আতঙ্কের নাম সাইজুদ্দিন আহম্মেদ।শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে দোকান-মার্কেট দখল ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন বিএনপির এই নেতা।বিগত আওয়ামী লীগ সরকারের সময় লিয়াজো করে গড়ে তুলেন অপরাধ সম্রাজ্য, ও নিজস্ব ক্যাডার বাহিনী।ক্ষমতা পরিবর্তনের পর এখন অনেকটাই বেপরোয়া তিনি।সাইজুদ্দিনের ও তার লোকজনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি পরিবার। জানা গেছে ২০০৪ সালের ১৩ মার্চ গাজীপুর জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক সাইদুর রহমান স্বপন বকশীকে প্রকাশ্যে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহম্মেদ।দীর্ঘদিন কারাভোগ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে চলতে থাকেন তিনি।২০২২ সালে ভাগিয়ে নেন কালিকৈর পৌর বিএনপির যুগ্ন সম্পাদকের পদ। এক দিকে বিএনপির পদ,অন্য দিকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে গড়ে তুলেন অপরাধ সম্রাজ্য,নিজস্ব ক্যাডার বাহিনী।আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন ও নির্যাতনে বিএনপি নেতারা যখন ঘরবাড়ি ছাড়া।