কালিহাতীতে নবাগত সাব-রেজিস্টারের যোগদানে চার মাসের কর্মবিরতির অবসান

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: কালিহাতীতে নবাগত সাব-রেজিস্টারের যোগদানে চার মাসের কর্মবিরতির অবসান। মঙ্গলবার (১৫ অক্টোবর ) টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিষ্টার অফিসে সরোজমীনে দেখা যায় উপচে পড়া ভীড়। সাব-রেজিস্ট্রি অফিসে অবশেষে চার মাসের দীর্ঘ কর্মবিরতির অবসান ঘটল, যখন নবনিযুক্ত সাব-রেজিস্টার অন্তরা রানী যোগদান করলেন। তার আগমনের পরপরই জমা-জমি সংক্রান্ত সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে, যা দলিল লেখক থেকে শুরু করে জমি ক্রেতা-বিক্রেতা, সবার জন্যই এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

এই কর্মবিরতির সূত্রপাত ঘটে সাবেক সাব-রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের মতবিরোধের কারণে। দলিল নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমে অসংগতির অভিযোগ তুলে গত ২৩ জুন দলিল লেখকগণ কলম বিরতি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে, সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিত হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে । ফলে জমি ক্রেতা ও বিক্রেতাদের জমা-জমি লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। দলিল নিবন্ধন স্থগিত থাকায় গুরুত্বপূর্ণ নথি প্রক্রিয়া আটকে যায়, যা পুরো অঞ্চলে জমি লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।দীর্ঘ কর্মবিরতির কারণে দলিল লেখকরা চরম ভোগান্তির শিকার হন এবং অনেকেই আর্থিক সংকটে পড়েন। সেইসাথে জমি ক্রেতা ও বিক্রেতাদের জন্য জমির লেনদেনের প্রক্রিয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বন্ধের দুদিন আগে নবনিযুক্ত সাব-রেজিস্টার অন্তরা রানীর যোগদানের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কর্ম বিরোধের সমাধান করেন এবং জমা পড়া নথিগুলি নিষ্পত্তি করতে অতিরিক্ত কর্মী ও সময় বৃদ্ধি করার পরিকল্পনা নেন। তার এই কার্যকর পদক্ষেপে দলিল লেখকরা এবং জমি সংক্রান্ত বিভিন্ন পক্ষ তার প্রশংসা করেছেন।

এই কর্মবিরতির সমাপ্তির ফলে জমি লেনদেন এবং দলিল নিবন্ধন প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে। আশা করা হচ্ছে, ব্যবসা-বাণিজ্যেও নতুন উদ্দীপনা ফিরে আসবে এবং স্থবিরতা কেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *