দৈনিক তালাশ.কমঃ বন্দরে পূর্বশত্রুতার জেরে সোহান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বন্দরের রূপালী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বন্দরের থানে নগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।