দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলায় প্রচলিত দৈনিক যুগেরচিন্তা পত্রিকায় শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর খোকনের ভুমিকা প্রশ্নবিদ্ধ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক খোকন।
বুধবার (১২ অক্টোবর) বিকালে একটি প্রতিবাদ বিবৃতি’র মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
এসময় বিএনপি নেতা গোলাম ফারুক খোকন বিবৃতিতে আরও জানান, ১২/১০/২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলায় প্রচলিত দৈনিক যুগের চিন্তা পত্রিকায় “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর খোকনের ভুমিকা প্রশ্নবিদ্ধ শিরোনামে সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। প্রকাশিত সংবাদে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি সাধন করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য ও সাজানো কথা বলে এমনটা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ আমার ভুমিকা কি ছিলো সেটা নারায়ণগঞ্জ বাসী জানে নতুন করে কিছু বলা দরকার নেই। আমরা জাতীয়তাবাদি বি,এন,পি করি আমার নেতা তারেক রহমান এর নির্দেশ এ ছাত্র আন্দলোন এ প্রতিটি কর্মসুচিতে উপস্থিত থেকে আন্দলোন করেছি। আমি সাংবাদিকদের সম্মান করি আপনারা সাংবাদিকরা নিউজ করলে যাচাইবাছাই করে করবেন মিথ্যা নিউজ করে আপনাদের সম্মান নষ্ট করবেন না।
আমি কেমন মানুষ এটা যাচাই করার জন্য আমার এলাকার মসজিদ মাদ্রাসা-স্কুল কলেজ, সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা জাতির দর্পন দয়া করে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি একটু যাচাই বাছাই করে দেখবেন। আশা করি তাহলে সত্য ঘটনা উন্মোচিত হবে। আর যদি এমন মনঘরা নিউজ করা হয় আইনী ব্যাবস্থা নিতে বাধ্য হবো আমি।