কালিহাতীতে হিন্দুধর্মীয় কল্যাণ ফাউন্ডেশন হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় ও মানবতার দিক বিবেচনা করে পাগল রাম গোপাল আশ্রম হিন্দুধর্মীয় কল্যাণ ফাউন্ডেশন হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

৯ অক্টোবর, বুধবার, কালিহাতী পৌরসভার ৩নং ওয়ার্ড সিলিমপুর পাগল রাম গোপাল ব্রহ্মচারী আশ্রমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. প্রণয় চন্দ্র দাস, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কালিহাতী শাখার সভাপতি শ্রী গোবিন্দ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম এবং পৌর বিএনপির সহ-সভাপতি শাহানুর রহমান শাহীন।

আরো উপস্থিত ছিলেন পাগল রাম গোপাল আশ্রমের সাবেক সাধারন সম্পাদক হরি মোহন পাল, সহ সভাপতি সূর্য কান্ত সরকার, সহ সভাপতি দীনেশ চন্দ্র দত্ত্ব, সহ সভাপতি হারাধন ভৌমিক, কার্তিক সরকার দয়াল, কোষাধ্যক্ষ নিতিশ চন্দ্র পন্ডিত, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রমূখ।
অনুষ্ঠানে, ২০০ পিস শাড়ী, ১২ পিস লুঙ্গী, মেক্সি ৪টি সহ নগদ অর্থ প্রদান করে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবাদানকারী কমিটির সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *