কালিহাতীতে দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব বণ্টন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতেও আইনশৃঙ্খলা রক্ষায় নয়শত ছয়ছট্টি জন আনসার ও বিজিবি সদস্যের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বণ্টন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের উপস্থিতিতে অনুষ্ঠানে কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল বাসেদ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারের নেতৃত্বে দায়িত্ব বন্টন সম্পন্ন হয়।

দায়িত্ব বণ্টন অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়। ইউনিয়ন দলনেতা শামসুল হক, ওয়ার্ড দলনেতা আব্দুল জলিল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

কালিহাতী উপজেলায় মোট একশত ছাপান্নটি পূজামণ্ডপ রয়েছে, প্রতিটি কেন্দ্রে ৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে, যার মধ্যে দুইজন নারী সদস্য ও ছয়জন পুরুষ সদস্য থাকবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সক্রিয়ভাবে মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভীন বলেন, “পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এবং প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নারী ও পুরুষ সদস্যদের সমন্বয়ে আমরা পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি।”

প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, পূজার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে দায়িত্ব পালন করবেন। পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে ৯৬৬ জন আনসার ভিডিপির সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি মণ্ডপগুলো নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে, সেনাবাহিনী ও কালিহাতী থানা পুলিশ টহলও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *