কালিহাতীসহ সারাদেশে অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত ফসলি জমি ও পুকুর

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে টানা মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৪ অক্টোবর ) অবিরাম ভারী বর্ষণে কৃষক, শ্রমিকসহ জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে ফসলি জমি তলিয়ে গেছে এবং বিশাল খেলার মাঠ পানিতে পূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা ফসল এবং পুকুরের ক্ষতির কারণে দুশ্চিন্তায় রয়েছেন। একইসঙ্গে দিনমজুর শ্রেণির মানুষ, যারা দৈনন্দিন রোজগারের উপর নির্ভরশীল, তারাও বৃষ্টির কারণে কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন।

বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব উল্লেখ করেছেন যে মাঠটি এতটাই পানিতে ডুবে গেছে যে সেখানে মাছ চাষ করাও সম্ভব হতে পারে।

স্থানীয় এক ছাত্র সৈয়দ আলামীন মন্তব্য করেন যে একদিনের বৃষ্টিতেই পুকুরের পানির পরিমাণ সাধারণ বর্ষার তুলনায় অনেক বেশি হয়েছে। এদিকে, পীরসাব বাড়ীর পুকুরে গোসল করতে গিয়ে মোমেন নামের একজন ব্যক্তি বলেন, নতুন টলটলে পানি থেকে ওঠার ইচ্ছাই হয় না।

এ পরিস্থিতিতে কৃষক ও মৎস্য চাষীরা বেশ উদ্বিগ্ন, কারণ তাদের ফসলি জমি ও পুকুরের পাড় পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি, দিনমজুরদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ টানা বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *