দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আজ দেবীপক্ষের আগমন , শুভ মহালয়া। বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ পূজা উৎসব দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় পনের গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে, স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান সেবাই ধর্মের উদ্যোগে দুই দফায় বস্ত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সেবায় ধর্মের প্রতিষ্টাতা প্রসাদ কুমার ফনী (রতন ) ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জন বাবু বাসুদেব বিশ্বাস ও কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু জগদীশ চন্দ্র প্রামানিক।
সহযোগিতায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসাবে সায়ন চক্রবর্তী, বিল্টু ফনী, দীপা বিশি, অঙ্কিতা ফনী, রিনা বিশি ও তমিজ উদ্দীন। বস্ত্র পেয়ে দুস্থদের মাঝে খুশীর আনন্দ ভরে যায়। মা দুর্গার কাছে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে। উপস্থিত বক্তারা সামর্থবানদের এমন মহৎ কাজে সহযোগিতা করার জন্য সেবায় ধর্মের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
নওগাঁ #