কালিহাতী প্রেসক্লাবে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর মতবিনিময়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:নির্বাহী কমিটির বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটোর সাথে কালিহাতী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বেনজীর আহমেদ টিটো মুক্ত আলোচনা করেন। কালিহাতীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বেনজীর টিটোর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ।

সভায় বক্তব্য দিতে গিয়ে বেনজীর আহমেদ টিটো বলেন, “বিগত ১৬ বছর আমরা যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তারা মুক্তভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। সভা-সমাবেশ করার সুযোগ পাইনি, আর আপনারাও সাংবাদিকতা করতে পারেননি স্বাধীনভাবে। তবে এখন সেই অবস্থা বদলেছে। নতুনভাবে আমরা সবাই মুক্ত, দেশও যেন নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই মুক্তির পরিবেশে আমাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।”

এছাড়াও তিনি সাংবাদিকদের স্বাধীন ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের অব্যাহত সাহসিকতাকে সম্মান জানান। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা সত্য প্রকাশে তাদের নির্ভীক অবস্থান বজায় রাখবেন।

সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, গৌরাঙ্গ বিশ্বাস, দুলাল হোসেন রানা, তারেক রহমান, কামরুল হাসান এবং রাইসুল ইসলাম লিটন, মৃদুল চৌধুরী, নুর নবী রবিন, শামীম আল মামুন, সৈয়দ মহসীন হাবীব সবুজ, শুভ্র মজুমদার, স্বপন সিদ্দিকী প্রমূখ ।

তাঁরা বেনজীর আহমেদ টিটোর বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে দেশ ও জনগণের স্বার্থে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভাটি সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *