দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশ গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গীতা পাঠ করেন, ডাইল পট্টির বিশিষ্ট ব্যবসায়ী বাবু জীবনকৃষ্ণ পাল। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪,বৃহস্পতিবার সকাল ১১ টায় নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয় এই কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু এস, এম, তরুণ দে, মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট, প্রধান বক্তা বাবু মিল্টন বৈদ্য, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বিশেষ অতিথি বাবু সঞ্জীব দেব জনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট ঢাকা বিভাগ, শ্যামল ভৌমিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আব্দুল রব আকন্দ (রতন) মহানগর বিএনপির সদস্য পার্থসারথি সিংহ আপেল, ১৩ নং ওয়ার্ড বিএনপি যুগ্ন-আব্বায়ক বিলাস পাল, জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি মোঃ সংগ্রাম, মহানগর যুবদলের সহ-সভাপতি চঞ্চল সাহা হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা ও মহানগর অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় নেতা এস, এম, তরুণ দে, মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট,বক্তব্য বলেন বিগত বিগত আওয়ামী লীগ সরকার আমলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মাবলম্বীর অনুসারিরা হামলার শিকার হয়ে হয়েছেন। এই ফ্যাসিবাদি সরকারের সময় হিন্দু তকমা নামধারী দালাল চক্রকে দিয়ে একটি সংগঠন তৈরি করে। বিভিন্ন সময় অত্যাচার নির্যাতন জুলুম করে দমিয়ে রেখেছিল। আজ আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে আর কোন হিন্দুদের উপর জুলুম নির্যাতন মেনে করে নেয়া হবে না। তাই সকলকে একত্রিত হয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্টকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি হিন্দুদের শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে কোন কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে যেন না পারে সেদিকে খেয়াল রাখার রাখার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানান।