ধামইরহাটে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সাথে ডাসকো ফাউন্ডেশনের মত বিনিময় সভা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে ডাসকো ফাউন্ডেশন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে থ্রাইভিং থ্রি ইকুইটি ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ প্রকল্প) এর আওতায় সুইজারল্যান্ড এর সহায়তায়, হেকস/ইপার এর সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় মুলবান বক্তব্য তুলে ধরেন ডাসকো নজিপুর ইউনিটের প্রজেক্ট অফিসার রিতু মালো। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ৪ নম্বর উমার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর, আরও বক্তব্য প্রদান করেন ইউপি মেম্বার রবিউল ইসলাম, ডাসকোর কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার মোসাঃ আরিফা, ইমরান হোসেন। মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বারগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *