টাঙ্গাইলের নবাগত ডিসি শরিফা হকের সাথে ইনতিজার পরিবারের মতবিনিময়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) শরিফা হকের সাথে দীর্ঘ ২৮ বছর যাবৎ প্রকাশিত সাপ্তাহিক ইনতিজার পত্রিকার পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি শরিফা হকের সাথে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিঞার নেতৃত্বে ১০ সদস‍্যের ইনতিজার পরিবারের টিমের মতবিনিময় সভায় নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী , ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মোমিনুর রহমান (মোমিন), ইনতিজারের সহ-সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তার কালিহাতী প্রতিনিধি, দর্পণ টিভি (আইপি) বিশেষ প্রতিনিধি, তালাশ ডটকম (পোর্টাল ) টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও শুভেচ্ছা টিভি (ইউটিউব) স্বত্বাধিকারী সৈয়দ মহসীন হাবীব সবুজ, ইনতিজার সহকারী সম্পাদক আ ন ম সাফিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, সহকারী সম্পাদক মোঃ রমজান আলী, স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জয়নাল আবেদীন ফারুক, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহিউদ্দিন তমাল ও নিজস্ব প্রতিনিধি মোবারক খান উপস্থিত ছিলেন। অফিসিয়ালী ষ্টাফ অফিসার লাবিবুজ্জামান মুস্তাবিন ও অত্যন্ত ভদ্র সকল দর্শনার্থীর প্রিয় সিও মো. সোহেল উপস্থিত ছিলেন।

শরিফা হক বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আমাকে টাঙ্গাইলের মতো গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা চাই।”

উল্লেখ্য, টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শরিফা হক টাঙ্গাইলের ৪০তম ডিসি হিসেবে ১২ সেপ্টেম্বর ২০২৪ যোগদান করেন। তিনি ২৫তম বিসিএস। এর প‍ূর্বে সেতু ভবন উপ সচিব পদে নিয়োজিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, যা ইনতিজারের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *