টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি হলেন বেনজীর আহমেদ টিটো

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘র সভাপতি হলেন বেনজীর আহমেদ টিটো।

বুধবার সন্ধ্যায় বোর্ড সভায় বোর্ড সভায় টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট স্বপন ঘোষের সভাপতিত্বে সভায় পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে
বেনজীর আহমেদ টিটোকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্রদান করেন। বেনজীর আহমেদ টিটো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান
চেম্বারের পরিচালকবৃন্দ। উল্লেখ্য,
এর আগে পরিচালক এমএ রৌফ ই-মেইল যোগে তার পদত্যাগপত্র প্রেরণ করেন।
আরো উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তিনি দীর্ঘদিন যাবত অনুপস্থিত। ফলে তাকে অব্যাহতি দিয়ে বেনজীর আহমেদ টিটোকে প্রেসিডেন্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *