পোরশায় নিতপুর সীমান্তে শীতলীঘাট এলাকার বিএসএফ কতৃক সানাউর ও শম্ভু নামে ২ বাংলাদেশী আটক

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শিতলীঘাট এলাকার ভড়কা দাঁড়া থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে। আটক সানাউর (৩৫) উপজেলার নিতপুর শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে এবং সম্ভু (২০) শিতলী গ্রামের সাইফুলের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, সানাউর ও সম্ভু সহ কয়েকজনের একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভোরে গরু নিয়ে আশার সময় ভোর আনুমানিক ৪টার দিকে ২৩০ মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও তারা সানাউর ও সম্ভুকে আটক করে ধরে নিয়ে যায়। আটককৃতদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রটি জানায়। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ বা যোগাযোগ করেনি। তবে তারা সীমান্তে রয়েছেন। বিএসএফ কতৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। তাদের সাথে বসলে আসল ঘটনা জানা যাবে।

নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *