কালিহাতীর বাগুটিয়াতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী কর্তৃক মহাসড়ক অবরোধ

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) শিক্ষার্থী কর্তৃক মহাসড়ক অবরোধ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক বাগুটিয়াতে অবরোধকালে শিক্ষার্থীরা জানায়, এক মাস ধরে প্রিন্সিপাল না থাকায় প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে।

বিক্ষোভের সময় ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা আরোও বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কলেজেও স্বৈরাচারী সরকারের দোসর ও দূর্নীতিযুক্ত কিছু শিক্ষক ও কর্মচারী পদত্যাগ দাবী করেছিলাম। সেই দাবীতে আগের প্রিন্সিপাল তার সকল ভূল ত্রুটি স্বীকার করে স্ব-ইচ্ছায় পদত্যাগ করেন।

দীর্ঘ এক মাস ধরে কোন প্রিন্সিপাল আমাদের কলেজে দেয়া হয়নি। ঢাকা থেকে এই কলেজের যারা নিয়ন্ত্রক তারা আমাদের অনেক আশার বাণী শুনান কিন্তু আমরা এ পর্যন্ত কোন প্রতিকার পাইনি। তাই দ্রুত প্রিন্সিপাল নিয়োগের দাবি জানিয়ে আমাদের শিক্ষাজীবনের স্থবিরতা কাটানোর আহ্বান জানাচ্ছি।

২ ঘন্টা মহাসড়ক অবরোধ থাকার পর কালিহাতী থানা পুলিশ ও সেনাবাহিনীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন, মহাসড়কের অবরোধ তুলে আলোচনায় বসার সিদ্ধান্ত গ্রহন করেন। আলোচনায় অংশগ্রহণকারী করেন কালিহাতীর নবাগত অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার সিফাত বিন সাদেক ও বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) এর প্রত‍্যেক বিভাগের শিক্ষার্থী নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *