দৈনিক তালাশ.কমঃ অদ্য ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. তারিখে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ কল্যাণ সভার পূর্বে মাননীয় ডিআইজি মহোদয় পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার, ক্যান্টিন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
বিশেষ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ অফিস, বরিশাল; জনাব আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মহোদয়সহ পটুয়াখালী জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফগণ ।