দৈনিক তালাশ.কমঃপরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২ জনকে ৬ দিনের ও একজনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, সোমবার গ্রেপ্তারকৃত মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপরদিকে আজ কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে ত্বকী শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর লাশ পাওয়া যায়। এ ঘটনার ১০ বছরেও ত্বকী হত্যা মামলায় কোনো অগ্রগতি হয়নি।