শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে উত্তাল শিক্ষক সমাজ

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুছ ছামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিহাতীর শিক্ষক সমাজ।

বুধবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দের

অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিহাতী উপজেলার সকল শিক্ষক একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানের নেতৃত্বে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণও তাদের সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এবং হাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং শিক্ষার্থীদের আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে মহাপরিচালকের অপসারণ অত্যন্ত জরুরি বলে মনে করেন শিক্ষক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *