দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নিয়ে শিল্পপতি মাসুদুজ্জামান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমরা তাদের লাল কার্ড দেখাচ্ছি। কোন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হলে আমরা সম্মিলিতভাবে চাঁদাবাজদের মোকাবেলা করব।
শনিবার (৭সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বার কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামান বলেন, এক নেতা ৫ আগষ্টের পর ব্যাবসায়িদের -ধমকি দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার থেকে ৩ লাখ এবং বিকেএমইএ থেকে ৫ লাখ টাকা চাঁদা নিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
মাসুদুজ্জামান বিগত আওয়ামিলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী এবং নাট্যকর্মী চঞ্চলসহ সকল হত্যাকান্ডের বিচার দাবী করেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্ট কর্মী মনিরুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আসামী করার নিন্দা জানান।
এছাড়াও বি কে এম ই এ সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। সম্প্রতি নীট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে। সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। আমাদের গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার পায়ঁতারা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএর সহ-সভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল।