দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: গণঅধিকার পরিষদ নিবন্ধিত হয়ে ট্রাক প্রতীক পাওয়ায় ভূয়াপুরে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে সদ্য নিবন্ধিত হয়ে ট্রাক প্রতীক পাওয়ায় আনন্দ র্যালি ও পথসভায় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দেবেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সারাদেশে ও দেশের বাইরের ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নূরুল হকের নেতৃত্বে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদ তারুণ্য নির্ভর গণমানুষের একটি রাজনৈতিক দল। সহযোগী ও অঙ্গ সংগঠনকে আরও গতিশীল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছি। গণঅধিকার পরিষদ এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যেখানে অন্যায়-অনিয়ম, দুর্নীতি-চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে সেখানে সবাইকে সাথে নিয়ে গণঅধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে।