দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁয় ছাত্র- জনতার অভ্যূত্থানের একমাস পূর্তি উপলক্ষে ”শহীদি মার্চ” কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মুক্তির মোড়ে শহীদ মিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি পালন করে।
এর আগে কাজীর মোড় বিজয় চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে আসে। সেখানে সকল শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকারের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। পরে সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণে বিজয় মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের সকল শহীদের হত্যার বিচারের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান। শহীদের স্মরণে উচ্চ কন্ঠে বিজয় স্লোগান দিতে দেখা যায়।#