টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপারের সাথে ইনতিজার পরিবারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা এর সাথে দীর্ঘ ২৮ বছর যাবৎ প্রকাশিত সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ পরিবারের সদস্যদের সাক্ষাৎ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এ বি এম আব্দুল হাই, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, রিপোর্টার এডভোকেট আব্দুর রশিদ, ফটো সাংবাদিক বাবলু মিয়া, বিজ্ঞাপন প্রতিনিধি সৈয়দ মঞ্জুর মোর্শেদ প্রমুখ। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ১ সেপ্টেম্বর ২০২৪ টাঙ্গাইলে যোগদান করেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি ২৭ তম বিসিএস এর ব্যাচ। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, আমি টাঙ্গাইলবাসীদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে সকলের নিরাপত্তা দিতে চেষ্টা করব, বাকি আল্লাহ ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *