দৈনিক তালাশ.কমঃ জীবন আহমেদ, স্টাফ রিপোর্ট: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ১-৯-২০২৪ ইং তারিখে কলেজের বিভিন্ন অনিয়ম তুলেধরে ছাত্রীরা, ছাত্রীদের তোপের মুখে পড়ে কলেজের অধ্যক্ষ,ছাত্রীদের পদত্যাগের দাবীতে ক্লাস বন্ধ করে আন্দোলন শুরু করে, এক পর্যায়ে পরিস্থিতি বুজে কলেজ থেকে বেরিয়ে যায় অধ্যক্ষ কামরুজ্জামান,ছাত্রীদের আন্দোলনের তথ্য পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছালে জানতে পারে শুধু অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ নয়, কলেজ প্রশাসনের কর্মকর্তা আলমগীর সব অনিয়মের হোতা, আলমগীর ও তার স্ত্রী দুজনই কলেজে কর্মরত তারা উভয় কলেজটা কে দুর্নীতি ও অনিয়মের আকরা বানিয়ে রেখেছে, আরো জানাযায় অফিস সহকারি বাবু ছাত্রীদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ পাওয়া যায়।কলেজের অনেক শিক্ষকরাও জানায় কলেজে অনেক অনিয়ম হয়েছে, আর প্রশাসনের কর্মকর্তা আলমগীরের বিরুদ্ধেও অভিযোগ করেন, ছাত্রীরা বিভিন্ন অনিয়ম তুলেধরে তাদের পদত্যাগ দাবী করে আন্দোলন করে,,সেখানে বারবার তথ্য মিলে প্রশাসনীক কর্মকর্তা আলমগীর অর্থ আত্মসাৎ করে আসছে দিনেরপর দিন। এবং বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের কারনে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর এখন দেশ পুনরায় স্বাধীন হয় বলে মনে করেন সর্বসাধারণ এর পর থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ছাত্ররা প্রতিটি জায়গায় সংস্কার করার অঙ্গিকারে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে কাজ করছে, তার ধারাবাহিকতায় স্কুল কলেজের অনিয়মের অভিযোগে এই মহিলা কলেজে কর্মরত অধ্যক্ষের পদত্যাগ দাবী করে ইতিমধ্যে মৌখিক ভাবে জানাজায় সে পদত্যাগ করেছে,তবে ছাত্রীরা কলেজ কে পূর্নাঙ্গ সংস্কার চায়, সেখানে আলমগীর ও বাবু পদত্যাগের মাধ্যমে কলেজ কে সুন্দর ও পরিপূর্ণ ভাবে নতুন রুপ দিবে বলে মনে করে ছাত্রীরা। এবংতারা পদত্যাগ করার আগ পর্যন্ত ছাত্রীরা জানায় তারা তাদের ন্যয্য দাবী অধিকার আদায়ে সমস্ত বাধা উপেক্ষা করে মাঠে থাকবে,এবংকলেজের স্বার্থে তাদের দাবী আদায় করে ছাড়বে বলে জানায়।