দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ৩০ বছরে পদার্পণ ও ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের তৃতীয় তলায় দৈনিক মুজলমের কন্ঠ পত্রিকার সম্পাদক ও টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট নাফিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল , গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান, সমন্বয়ক মোসা. বৃষ্টি ও অন্যান্য সমন্বয়ক । আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বিএনপির আরো নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। প্রায় সকল বক্তাই নির্ভয়ে স্বচ্ছতার সাথে সাংবাদিকদের কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। দৈনিক মুজলুমের কন্ঠ পত্রিকা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।