দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে শহরে বিশাল শোডাউন করে আনন্দ র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেল বিকেলে শহরের মিশনপাড়া মোড় থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ পিকআপ ভ্যানে সাউন্ড সিস্টেম বাজিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে নগরীতে আনন্দ র্যালি বের করে।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল, হোক সফল হোক। এছাড়াও শ্লোগান দেয় ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই । শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
আনন্দ র্যালিটি শহর ও সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড এবং সাইনবোর্ড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নগরীর মিশনপাড়া মোড় এসে শেষ হয়।
এসময় আনন্দ র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলাসহ ওয়ার্ড এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।