দৈনিক তালাশ.কমঃবৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় তিনি এ হুমকি দেন।
নাসিক মেয়র আইভীকে উদ্দেশ্য করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জের সকল আওয়ামী লীগ নেতা পালিয়ে গেছে। আপনি এখনো দেওভোগে বসে আছেন। আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার বাড়ি ওই হোয়াইট হাউজের একটি ইটও থাকবে না। অতএব সাবধান হয়ে যান। আপনি আর এক কদমও আগাবেন না।’
এসময় টিপু মেয়র আইভীর উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোনো সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।’
বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে খুনি আখ্যায়িত করে বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে টিপু বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনি একজন পরাজিত নেত্রী। আপনি জনগণের ভোটে কখনো নির্বাচিত হন নাই।’
এদিকে একই কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘শেখ হাসিনা একজন খুনি ও দুর্নীতিবাজ সরকার প্রধান ছিল। একটি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে মেরেছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে শেখ হাসিনার হাতে রক্তের দাগ। আজকে শেখ হাসিনার বিচার হবে এই ভয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে।’
এসময় বিএনপি নেতা টিপু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল হত্যার বিচার দাবি করেন।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেউ যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির আগে তারা নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়। পরে সেখানে বিএনপির নেতারা বক্তব্য রাখে।