কালিহাতীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪-১৫ আগষ্টের ২য় দিনের অবস্থান কর্মসূচী

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশের ন‍্যায় কালিহাতীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪-১৫ আগষ্টের ২য় দিনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত। বৃহস্পতিবার ১৫ আগষ্ট কালিহাতীর শফি চত্ত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও মূলদলের উপস্থিতিতে অবস্থান কর্মসূচীটি শতভাগ সফলতার সাথে অনুষ্ঠিত। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত‍্যকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে কালিহাতী উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌর বিএনপি’র আয়োজনে ১৪ ও ১৫ আগষ্টের ২য় দিনের অবস্থান। কালিহাতী শফি সিদ্দিকী চত্ত্বরে বিএনপির সারা উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান কর্মসূচীতে যোগ দেন। অবস্থান কর্মসূচি এক পর্যায়ে কানায় কানায় ভরে উঠে জনসমুদ্রে পরিনত হয়। পরে তারা একত্রে হয়ে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সভাপতি ও এলেঙ্গা শামসুল হক কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম শোভা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম ( ভিপি রফিক) সঞ্চালনায় মূল আকর্ষণ ১৩৩ টাঙ্গাইল -৪ (কালিহাতী) সংসদ সদস‍্য পদে মনোনয়ন প্রত‍্যাশী

ঢাকা বিভাগীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো তার বক্তব্যে বলেছেন, সাড়ে ১৫ বছরে গণতন্ত্রকে গলাটিপে ধরে রেখেছিলো, তিনি তার ক্যাডার ও পুলিশ দিয়ে বিএনপিকে খুন গুম মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু আল্লার রহমতে তা পারেনি বরং আল্লাহ খুনি শেখ হাসিনার বিচার এতো তাড়াতাড়ি করবেন তা কল্পনাও করি নাই। অন‍্যান‍্যদের মধ‍্যে
সভায় বক্তব্য রাখেন,
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. তাইবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইন্জিনিয়ার শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক সৈয়দ ওয়াদুধ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম ও মহিলা দলের সভানেত্রী ছালমা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *